Home > জাতীয় > সারাদেশ > আরও বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী ব্রুনাই

আরও বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী ব্রুনাই

বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে ব্রুনাই সরকারকে প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বোর্নিও দ্বীপের ক্ষুদ্র ও সমৃদ্ধ অর্থনীতির দেশ ব্রুনাইও তাদের আসন্ন মেগা প্রকল্পগুলোতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশ-ব্রুনাইয়ের মধ্যে দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে উভয়পক্ষ এ বিষয়ে আলোচনা করে। গত বুধবার (৩১ আগস্ট) ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে আয়োজিত এই বৈঠকে কো-চেয়ার ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ব্রুনাইয়ের স্থায়ী সচিব পেঙ্গিরান নরহাশিমাহ বিন্তি পেঙ্গিরান মোহাম্মদ হাসান। এ সময় ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমানও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশ-ব্রুনাইয়ের মধ্যে অভিবাসন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জলাশয়, মৎস্য ও প্রাণিসম্পদ, স্বাস্থ্য, সংযোগ, প্রতিরক্ষা, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি, যুব খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে। আগামীতে পারস্পরিক সুবিধার জন্য দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও বাড়াতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ-ব্রুনাই।

ব্রুনাইয়ে বাংলাদেশি মানবসম্পদ নিয়োগে প্রস্তাবিত সমঝোতা স্মারকে শিগগির স্বাক্ষর করার আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্র সচিব নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ব্রুনাই প্রতিনিধি দল তাদের আসন্ন মেগা প্রকল্পগুলোতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করে।

উভয় পক্ষই খাদ্য প্রক্রিয়াকরণ, আইসিটি, জাহাজ নির্মাণ, পর্যটন, অবকাঠামো উন্নয়ন, ওষুধ ও পাটজাত পণ্য ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা খুঁজতে সম্মত হয়।