Home > অন্যান্য > ঘরে বসেই চাকরি করেন আমেরিকায়, মাসে আয় লাখ টাকা!

ঘরে বসেই চাকরি করেন আমেরিকায়, মাসে আয় লাখ টাকা!

ঘরে বসেই আমেরিকার একটি আইটি প্রতিষ্ঠানে মাকের্টিং ম্যানেজার হিসেবে কর্মরত আছেন বাংলাদেশের ছেলে বাকীবুল্লাহ। তার মাসিক আয় লাখ টাকার বেশি। নিজের আয়ের পাশাপাশি বেকার যুবকদের ফ্রিল্যান্সিং শেখাতে শুরু করেছেন তিনি।

বাকীবুল্লাহ বলেন, দেশের তরুণরা মেধাবী ও স্মার্ট। তারা সহজেই ফ্রিল্যান্সিং করতে পারবে। অনেক বিষয়ে দক্ষতা অর্জন না করে, শুরুতে একটি বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন জরুরি। তবে নতুন যারা ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হতে চায়, তাদের প্রধান লক্ষ্য থাকে অর্থ উপার্জন। এ কারণে অনেকেই ভালো কিছু করতে পারে না।

তিনি আরও বলেন, তরুণদের জন্য বড় সমস্যা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। অনেকেই সেটি ঠিকমতো করতে পারেন না। ফলে কাঙ্ক্ষিত সাফল্য পেতে ব্যর্থ হন। যদি কেউ ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত হয়, তবে এটি হবে তার জন্য বাড়তি আয়ের পথ।

উল্লেখ্য, তরুণদের ফ্রিল্যান্সিং এবং আইটি উদ্যোক্তা হিসেবে তৈরি করতে ব্রেইনট্রাস্ট আইটি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছেন বাকীবুল্লাহ। এ ছাড়াও অনলাইনে লাইভ ক্লাস নেওয়ার মাধ্যমে ফ্রিল্যান্সিং বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দিবেন বলে জানিয়েছেন তিনি।