Home > অন্যান্য > ১২ বছরে প্রায় সোয়া লাখ কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধ

১২ বছরে প্রায় সোয়া লাখ কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধ

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গত ১২ বছরে সুদসহ প্রায় সোয়া লাখ কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

বুধবার (৩১ আগস্ট) জাতীয় সংসদের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

তিনি জানান, ২০০৯-২০১০ থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত সরকার বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাকে ১ লাখ ২০ হাজার ৯৮২ কোটি ৫৭ লাখ টাকা ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে আসল বাবদ ৯৪ হাজার ৬৮০ কোটি ৯৫ লাখ টাকা এবং সুদ বাবদ ২৬ হাজার ৩০১ কোটি ৬২ লাখ টাকা।

এ সময় এক গ্রাহকের থেকে অন্য গ্রাহককের কাছে নগদ টাকা পৌঁছে দেওয়া কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলো এখতিয়ারভুক্ত নয় বলে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টাকা পোঁছে দেওয়া আর অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে কুরিয়ার কোম্পানি পণ্য ডেলিভারি করে তার অর্থ সংগ্রহ করা এক নয়। এ ধরনের সেবা প্রদানের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের একটি গাইডলাইন্স রয়েছে।