Home > আন্তর্জাতিক > ন্যাটোর সদস্যপদের জন্য আবেদনের পক্ষে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী

ন্যাটোর সদস্যপদের জন্য আবেদনের পক্ষে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের আবেদন করা উচিত বলে মত প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং প্রধানমন্ত্রী সানা মারিন। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা এই মত দেন।

যৌথ ওই বিবৃতিতে বলা হয়, কালবিলম্ব ছাড়াই ফিনল্যান্ডের উচিত ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করা।

বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ডের এটা একটা বড় ধরনের নীতিগত পরিবতর্ন।
ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ১৩শ কিলোমিটার সীমান্ত রয়েছে। ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করলে ফিনল্যান্ডকে পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।