Home > অন্যান্য > লোডশেডিংয়ের কারণে বদলে গেল দুই বোনের বর

লোডশেডিংয়ের কারণে বদলে গেল দুই বোনের বর

অনেক সময় বিরক্তির বড় কারণ হয়ে দাঁড়ায় লোডশেডিং। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিনা বদলে গেল দুই বোনের বর! অন্ধকারে কনের বোনকেই বিয়ে করে ফেললেন বর। এতে ভুল ব্যক্তির সঙ্গে বিয়ে হয়ে যায় দুই বোনের। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। খবর এবিপির।

প্রতিবেদনে বলা হয়, উজ্জাইন জেলার আসলানা গ্রামের রমেশ লালের দুই মেয়ে নিকিতা এবং কারিশমার বিয়ে একই দিনে হওয়ার কথা ছিল। একই সময় বিয়ে হচ্ছিল তাদের। তবে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। তাই অন্ধকারে কনের বোনকে মালা পরিয়ে দেন বর।

রমেশ লালের তিন মেয়ে একই পোশাক পরেছিল বলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। বিদ্যুৎ ফিরে আসায় বিষয়টি সামনে আসে। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। এ কারণে আবারও তাদের বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয় এবং বিয়ের আনুষ্ঠানিকতা করা হয়।

এ প্রসঙ্গে কনেদের বাবা রমেশ বলেন, বিয়ের অনুষ্ঠানের সময় বিদ্যুৎ চলে গিয়েছিল। পরে অবশ্য নিজ নিজ বরের সঙ্গেই দুই মেয়ের বিয়ে হয়েছে।