Home > জাতীয় > সারাদেশ > গরুর মাংসের দাম কম বলায়, ক্রেতার মাথায় চাপাতি দিয়ে কোপ দিলেন কসাই

গরুর মাংসের দাম কম বলায়, ক্রেতার মাথায় চাপাতি দিয়ে কোপ দিলেন কসাই

আজ দুপুরে বাগেরহাটে গরুর মাংসের দাম বাড়ানো নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ক্রেতাকে চাপাতি দিয়ে কোপ দিয়েছেন এক কসাই। এ ঘটনায় কসাই ইব্রাহিম মোল্লাকে (২৮) আটক করেছে পুলিশ। আজ সোমবার (২ মে) দুপুরে বাগেরহাট শহররক্ষা বেড়িবাঁধ এলাকায় মাংস বিক্রির দোকানে এ ঘটনা ঘটে।

জানা যায়, আহত ক্রেতার না মো. লিটু (৩২)। কসাইদের মারপিটে আব্দুর রাজ্জাক ও রহমত আলী নামের আরও দুই ক্রেতা আহত হয়েছেন। তাদের বাড়ি বাগেরহাট শহরতলীর হাড়িখালী গ্রামে। আটক ইব্রাহিম মোল্লা শহরের নাগেরবাজার এলাকার আইয়ুব আলী মোল্লার ছেলে।

এ বিষয়ে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লিটু শেখসহ ওই তিন ক্রেতা শহররক্ষা বেড়িবাঁধ এলাকায় মাংসের দোকানে গরুর মাংস কিনতে যান। এ সময় তারা সরকার নির্ধারিত মূল্যেই মাংস কিনতে চান। এতে হঠাৎ কাসাইরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ক্রেতারা কিছু বুঝে ওঠার আগেই তাদের মারপিট শুরু করেন। পরে ইব্রাহিম মোল্লা চাপাতি দিয়ে ক্রেতা লিটুর মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ এসে ইব্রাহিম মোল্লাকে আটক করে।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় ইব্রাহিম মোল্লা নামের একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।