Home > আন্তর্জাতিক > ভেঙে ফেলা হলো রাশিয়া-ইউক্রেনের বন্ধুত্বের স্মৃতিস্তম্ভ

ভেঙে ফেলা হলো রাশিয়া-ইউক্রেনের বন্ধুত্বের স্মৃতিস্তম্ভ

রাশিয়া ও ইউক্রেনের বন্ধুত্বের প্রতিনিধিত্ব হিসেবে কিয়েভে দাঁড়িয়ে ছিল বিশাল এক ভাস্কর্য। কিন্তু ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে দুই দেশের মধ্যে সেই বন্ধুত্বের ফাটল ধরে। আর তাই স্মৃতিস্তম্ভটি সরানোর নির্দেশ দেন শহরের মেয়র ভিটারি ক্লিটসকো।

বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

স্মৃতিস্তম্ভটি সরানোর নির্দেশ দিয়ে মেয়র ভিটারি ক্লিটসকো বলেন, রাশিয়া লাখ লাখ ইউক্রেনীয়র স্বাভাবিক জীবন শেষ করে দিয়েছে এবং ইউরোপের শান্তি নষ্ট করেছে। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক রাখা যায় না।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন অনেকে বাসিন্দা। ভাঙার পর এদের কেউ কেউ উল্লাসে মেতে ওঠেন।

গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।