Home > আন্তর্জাতিক > দ্বিতীয় পর্বের অভিযানে প্রথম কোনো শহর দখলে নিল রাশিয়া

দ্বিতীয় পর্বের অভিযানে প্রথম কোনো শহর দখলে নিল রাশিয়া

পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে নতুন ধাপের অভিযান শুরুর পর রুশ বাহিনী ইউক্রেনের প্রথম কোনো শহর দখলে নিয়েছে। দখলে নেওয়া ক্রেমিন্না শহরের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, চতুর্দিক থেকে রুশ বাহিনী আক্রমণ করে শহরটি দখলে নিয়েছে। শহরটি থেকে ইউক্রেনীয় সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেন, রুশ বাহিনী শহরের ভেতরে ঢুকে গেছে। আমাদের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নতুন করে বিভিন্ন সুরক্ষিত জায়গায় অবস্থান নিয়ে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ক্রেমিন্না শহর দখলের মধ্য দিয়ে অপেক্ষাকৃত বড় শহর ক্রামাতোরস্ক দখলের পথে আরেক ধাপ এগিয়ে গেল রুশ বাহিনী।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি- ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার নতুন সামরিক অভিযানের লক্ষ্য ভূমি দখল করা, পূর্বাঞ্চলীয় ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার সংযোগ তৈরি করা এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে ভেঙে দেওয়া।