Home > আন্তর্জাতিক > অবসরে যাবেন পাকিস্তানের সেনাপ্রধান

অবসরে যাবেন পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া যথাসময়ে অবসরে যাবেন। তিনি বাড়তি মেয়াদে দায়িত্ব পালন করবেন না। তার অবসর গ্রহণের তারিখ আগামী ২৯ নভেম্বর বলে জানিয়েছেন, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার।

 

 

 

দেশটির সেনাবাহিনী জানায়, পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব পালনের মেয়াদ বাড়ানো নিয়ে যেসব গুঞ্জন ছিল তা সত্যি নয়। পাকিস্তানের আইএসপিআরের বরাতে দেশটির গণমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

 

 

 

পাকিস্তানের সেনাবাহিনীকে রাজনীতিতে না আনার জন্য দেশটির রাজনৈতিক দল ও জনসাধারণকে আহ্বান জানিয়েছেন আইএসপিআর মহাপরিচালক ।

 

 

 

এদিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সেনাপ্রধান জাভেদ বাজওয়া। এ বিষয়ে ইফতিখার বলেন, শরিফ যেদিন ক্ষমতা গ্রহণ করেন সেদিন জেনারেল বাজওয়া অসুস্থ ছিলেন।