Home > আন্তর্জাতিক > ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা মানেই রাশিয়ার ওপর হামলা : ন্যাটো

‘নো-ফ্লাই জোন’ ঘোষণা মানেই রাশিয়ার ওপর হামলা : ন্যাটো

গত ২৪ ফেব্রুয়ারি থেকে স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার সশস্ত্র বাহিনী। হামলার শুরু থেকেই ইউক্রেনের আকাশসীমায় ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি আহ্বান জানিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। মূলত রুশ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতেই এ প্রস্তাব দিয়ে আসছেলিন তিনি। কিন্তু তার এমন প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করে আসছে যুক্তরাষ্ট্র ও অন্য ন্যাটোভুক্ত দেশগুলো। ন্যাটোর প্রধান স্টলটেনবার্গ বলছেন, ইউক্রেনের উপর ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা মানেই রাশিয়ার ওপর হামলা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

ন্যাটোর প্রধান বলছেন, ইউক্রেনের উপর ‌‘নো-ফ্লাই জোন’ ঘোষণার অর্থ রাশিয়ার বিমান প্রতিরক্ষায় ব্যাপকভাবে আক্রমণ করতে হবে, যা ন্যাটো ও রাশিয়ার মধ্যে পূর্ণ যুদ্ধ শুরু হওয়া।

এর আগে ‘নো-ফ্লাই জোন’ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তৃতীয় কোনো পক্ষ কর্তৃক ইউক্রেনের আকাশে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করাকে সশস্ত্র সংঘাতে অংশগ্রহণ হিসেবে বিবেচনা করবে তার দেশ। এটি শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে।