Home > আন্তর্জাতিক > ইরান থেকে ‘মার্কিন কনস্যুলেটে’ ক্ষেপণাস্ত্র হামলা

ইরান থেকে ‘মার্কিন কনস্যুলেটে’ ক্ষেপণাস্ত্র হামলা

ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ইরাকের উত্তরের নগরী ইরবিলে আঘাত হেনেছে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্র। এই ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১৩ মার্চ) এমন খবর জানিয়েছে বিবিসি।

 

 

কুর্দিস্তান আঞ্চলিক সরকারের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে এই হামলায় তাদের কোনও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।