Home > জাতীয় > সারাদেশ > লেখাটা যখন আপনারা পড়বেন তখন আমি না ফেরার দেশের যাত্রী’

লেখাটা যখন আপনারা পড়বেন তখন আমি না ফেরার দেশের যাত্রী’

শহিদুল ইসলাম (২২) বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। রংপুর নগরীর একটি ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুত নিচ্ছিলেন। শনিবার (৫ মার্চ) বেলা দেড়টার দিকে ছাত্রবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে পাশে একটি সুইসাইড নোট পায়। এতে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় উল্লেখ করে কিছু কথা লেখা রয়েছে। তার মৃত্যুতে যেন কোনো মামলা না হয়, সেটিও নোটে বলা হয়েছে। তবে প্রাথমিকভাবে এই আত্মহত্যার পেছনে প্রেমঘটিত ব্যাপারকে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

শহিদুল সুইসাইড নোট লেখা ছাড়াও নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টও করেছিলেন। পোস্টে লিখেছেন, ‘প্রথমবার এই চিঠি লিখছি এবং শেষবারও। আমায় ক্ষমা করবেন, আমার কথার অর্থ যদি না বোঝেন। আমার জন্ম এক দুর্ঘটনার মতো। শৈশবের একাকিত্বের অভাব আমি কখনো কাটিয়ে উঠতে পারিনি। হতে পারে পৃথিবী আমার জন্য কঠিন।’