Home > জাতীয় > সারাদেশ > নামাজের সময় গান-বাজনার প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন

নামাজের সময় গান-বাজনার প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন

চট্টগ্রামের মীরসরাইয়ে সোনাপাহাড় এলাকার আরশিনগর ফিউচার পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ওই এলাকার কয়েকটি মসজিদের মুসল্লিরা এ কর্মসূচি পালন করেন।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, ফজর নামাজ ছাড়া বাকি চার ওয়াক্ত নামাজের সময় আরশিনগর ফিউচার পার্কে উচ্চস্বরে গান-বাজনা চলে। এমনকি শুক্রবারও একই অবস্থা। এ বিষয়ে মুসল্লিরা বারবার অভিযোগ জানালেও পার্ক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

আজ বিশ্বরোড নুরানি জামে সমজিদের সামনের মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ শেষে বিএসআরএম গেটে প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় বক্তব্য রাখেন- ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের মেম্বার শাহীনুর রহমান স্বপন, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, খায়রুল আলম প্রমুখ।

এ সময় পার্কসংলগ্ন বেশ কয়েকটি বাড়ির নারীরাও বিক্ষোভে অংশ নেন। তারা বলেন, সব সময় এখানে গান-বাজনা হয়। উচ্চশব্দের কারণে সন্তানরা পড়ালেখা করতে পারে না। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।