Home > আন্তর্জাতিক > ইউক্রেনের বিমানবন্দর ও সেনা সদরদপ্তরে হামলা

ইউক্রেনের বিমানবন্দর ও সেনা সদরদপ্তরে হামলা

আজ ভোর ৫টার সামান্য পরে ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রথম বিস্ফোরণ হয়েছে। চার থেকে পাঁচটি বিস্ফোরণ হয় সেখানে। তবে তা ছিল বিচ্ছিন্ন এবং দূরবর্তী। এরপরই দ্রুততার সঙ্গে আরও বিস্ফোরণ ঘটে।

এদিকে বিবিসির কূটনৈতিক প্রতিবেদক পল এডামস বলছেন, রিপোর্ট পাওয়া যাচ্ছে একটি হামলা হয়েছে কিয়েভের বিমানবন্দরে। বিদেশি সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এমন একজন সরকারি কর্মকর্তা বলেছেন, বিমানঘাঁটি এবং সামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা হয়েছে।

এ ছাড়া হামলার খবর পাওয়া যাচ্ছে ইউক্রেনের বিভিন্ন অংশ থেকে। বিশেষ করে পূর্বে ক্রামাটোরস্ক থেকে। এই অংশটি রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের এলাকার কাছাকাছি।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সর্বশেষ ভাষণের পর পরই এসব হামলা বলে দিচ্ছে দীর্ঘদিন ধরে রাশিয়ার হামলার যে আশঙ্কা করা হচ্ছিল, তা শুরু হয়ে গেছে।