Home > আন্তর্জাতিক > উদ্দেশ্যমূলক মন্তব্যকে স্বাগত নয়, হিজাব বিতর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

উদ্দেশ্যমূলক মন্তব্যকে স্বাগত নয়, হিজাব বিতর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের কর্ণাটকে হিজাব বিতর্ককে ঘিরে বিশ্বের অন্য দেশগুলির মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বক্তব্য, দেশের অভ্যন্তরীণ ইস্যুতে উদ্দেশ্যমূলক মন্তব্য কোনোভাবেই স্বাগত নয়। কারণ বিষয়টি কর্ণাটক হাইকোর্টের বিচারাধীন রয়েছে।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে জানান, ‌’কর্ণাটক রাজ্যের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক বিধির বিষয় কর্নাটক হাইকোর্টের বিচার বিভাগীয় তদন্তের অধীনে রয়েছে। আমাদের সংবিধানিক অবকাঠামো এবং প্রক্রিয়া, সেই সাথে আমাদের গণতান্ত্রিক রীতি এবং বিশ্বাস হলো সেই প্রেক্ষাপট- যেখানে সমস্যাগুলো বিচার বিবেচনা করে তার সমাধানও করা হয়।

তাই যারা ভারতকে ভালোভাবে চেনেন, তারা এই বাস্তবতার যথাযথ উপলব্ধি করতে পারবে। আমাদের অভ্যন্তরীণ ইস্যুতে কোনোরকম উদ্দেশ্যমূলক মন্তব্যকে স্বাগত নয়।’