Home > রাজনীতি > ৭ ইউনিয়নের একটিতেও জেতেনি নৌকা!

৭ ইউনিয়নের একটিতেও জেতেনি নৌকা!

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি ঘটেছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। যাতায়াতে দুর্গম এ উপজেলায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন হয়।

উপজেলার বাদাঘাট ইউনিয়নে নিজাম উদ্দিন, বালিজুরী ইউনিয়নে আজাদ হোসেন, উত্তর বড়দল ইউনিয়নে মাসুক মিয়া, দক্ষিণ বড়দল ইউনিয়নে ইউনুছ মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁরা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

এ ছাড়া তাহিরপুর সদর ইউনিয়নে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ঘোড়া প্রতীকের প্রার্থী জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ঢোল প্রতীকের প্রার্থী আলী আহমদ মুরাদ, উত্তর শ্রীপুর ইউনিয়নে উপজেলা বিএনপির সহসভাপতি চশমা প্রতীকের প্রার্থী আলী হায়দার নির্বাচিত হয়েছেন।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘ভোট উৎসবে জনমত প্রতিফলিত হয়েছে। নৌকার পরাজয়ের কারণ দলীয় সভায় বসে বিশ্লেষণ করা হবে।’