Home > আন্তর্জাতিক > কোরআন হিফজ করায় ১১১ তরুণীকে বিশেষ সম্মাননা দিল তুরস্ক

কোরআন হিফজ করায় ১১১ তরুণীকে বিশেষ সম্মাননা দিল তুরস্ক

এবার পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করায় তুরস্কের ইস্তাম্বুলে ১১১ তরুণীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। তুরস্কের বাগসিলার এলাকার স্থানীয় স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) টিরআরটি সূত্রে এ তথ্য জানায়।

এদিকে টিআরটির খবরে জানা যায়, ১১১ কিশোরী হাফেজদের সম্মাননা প্রদানের সমাপনী অনুষ্ঠানে তুরস্কের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও একে পার্টির সংসদ সদস্য মুস্তফা শানতুবের স্ত্রী ও মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানস্থলে হাফেজরা প্রবেশ করে একটি আধ্যাত্মিক আবহ তৈরি করে।

এ সময় তারা সবার কাছে নিজেদের জন্য দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠান শেষে হাফেজদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ ছাড়া সবাইকে উপহারসামগ্রী দেওয়া হয়। সূত্র: টিআরটি।