Home > জাতীয় > সারাদেশ > পুলিশের কোলে শিশু রেখে ভোট দিলেন মা

পুলিশের কোলে শিশু রেখে ভোট দিলেন মা

তিলাটিয়া কওমী মাদ্রাসা কেন্দ্রে ভোটের জন্য লাইনে দাঁড়িয়েছেন সাবিনা খাতুন। কিন্তু কোলের ছোট্ট শিশু রাজু বারবারই কেঁদে উঠছে। লাইনের আগে-পিছে দাঁড়ানো অন্যরাও এতে বেশ বিরক্ত হয়ে উঠছেন। এ অবস্থায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বরত এস আই মাইনুল রেজা কাছে গিয়ে কোলে তুলে নিলেন শিশুটিকে। আর মা বুথে ঢুকলেন ভোট দিতে।

ঘটনাটি ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগন্জ ইউনিয়নের তিলাটিয়া কওমি মাদ্রাসা কেন্দ্রে। সোমবার (৩১ জানুয়ারি) ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফুলপুর উপজেলার রহিমগন্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিলাটিয়া কওমি মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

এ ইউনিয়নের দনতা গ্রামের আবদুল মোতালেব’র স্ত্রী সাবিনা খাতুন সকাল ১০টার দিকে ছোট্ট শিশুটিকে নিয়ে ওই ভোট কেন্দ্রে যান। কিন্তু দীর্ঘ লাইন ধরে এগিয়ে যেতে অনেক সময় পেরিয়ে যাচ্ছে। কোলে ছোট্ট শিশুটি রোদের মধ্যে অতিষ্ঠ হয়ে উঠছে। এ অবস্থায় পুলিশ কর্মকর্তা সহায়তার হাত বাড়িয়ে শিশুটিকে কোলে তুলে জড়িয়ে নিলে শিশু র কান্না তেমে যায়, মা ভোট দিতে কক্ষে প্রবেশ করেন।

পুলিশের মানবিকতার এমন দৃশ্যে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ানো অন্য নারীরাও বেশ বিস্মিত হয়ে পড়েন। দায়িত্বরত পুলিশের এসআই মাইনুল রেজা বিডি২৪লাইভ কে বলেন, বেশ কিছুক্ষণ ধরেই দেখছি রোদে লাইনে দাঁড়ানো মায়ের কোলে শিশুটি অস্বস্তি বোধ করছে। শিশু খুবই কান্নাকাটিও করছে। লাইনে দাঁড়াতে শিশুটির মায়ের জন্য বেশ কষ্ট হচ্ছিল। কিন্তু আমি শিশুটিকে কোলে তুলে বুকে জড়িয়ে নেওয়ার পর একটু হাঁটাহাঁটি করতেই কান্না থেমে যায়। এতে আমার খুব ভালো লেগেছে।

ভোট শেষে মা সাবিনা খাতুন বলেন, পুলিশ মানুষকে কষ্ট দেয় এমনটা জানতাম। কিন্তু, আজ ভিন্ন এক রুপ দেখলাম। এতে আমার খুব ভাল লাগছে এবং পুলিশের প্রতি ধারণাটাও পাল্টে গেছে। তাছাড়া, একজন পুলিশের এসআই’র কোলে আমার শিশুটি থাকায় আমি নির্ভয়ে ভোট দিতে পেরেছি। এসআই মাইনুল রেজা রর্তমানে ময়মনসিংহের গৌরীপুর থানায় কর্মরত আছেন।