Home > রাজনীতি > আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, ধর্মের জন্য কাজ করি: তথ্যমন্ত্রী

আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, ধর্মের জন্য কাজ করি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন: নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে দিলেই কেবল বিএনপি খুশি হবে, অন্যথায় নয়।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নারায়ণগঞ্জ জেলা সমিতি আয়োজিত ‘নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ পুরস্কার’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, ধর্মের জন্য কাজ করি।

শুধু ইসলাম ধর্মের জন্য নয় আলেমদের জন্যও তিনি (শেখ হাসিনা) কাজ করেছেন। হিন্দু, বৌদ্ধ, খৃস্টানদের জন্য বহু কাজ আমাদের সরকার করেছে।

ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন এলে ধর্ম নিয়ে রাজনীতি করে আর কওমি মাদ্রাসার স্বীকৃতি নিয়ে মুলা ঝুলিয়ে রাখতো কওমি মাদ্রাসার স্বীকৃতি বিএনপি দেয়নি, এরশাদ সাহেবও দেয়নি। স্বীকৃতি দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বীকৃতির পর অনেকে বলেছে চাকরি হবে না। সরকার শুধু স্বীকৃতি নয় সরকারি চাকরি দিয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, এই করোনা মহামারিও আমাদের সরকার অনেক দেশের থেকে ভালোভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে। আমাদের দেশে সব মানুষের মাঝে টিকা দেওয়া হচ্ছে। পৃথিবীর অনেক দেশ সেটা দিতে পারেনি।