Home > রাজনীতি > শেষ বেলায় ভোট দিয়ে যা বললেন শামীম ওসমান

শেষ বেলায় ভোট দিয়ে যা বললেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে শেষ বেলায় ভোট দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। আজ রোববার (১৬ জানুয়ারি) বেলা ৩টা ৪০ মিনিটে আদর্শ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ইভিএমে ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শামীম ওসমান। শামীম ওসমান বলেন, আমি কখনো ইভিএমে ভোট দেইনি, আজ প্রথম ইভিএমে ভোট দিলাম। ভোট দিয়ে তিনি বলেন, হৃদয়ে রক্তক্ষরণ আছে। ভোট শান্তিপূর্ণ হয়েছে।

এসময় শামীম ওসমানের কাছে সাংবাদিকরা জানতে চান, যদি নারায়ণগঞ্জে নৌকার প্রার্থী হেরে যায় তাহলে কি সেটা প্রতীকের হার হবে নাকি নৌকা প্রার্থীর? জবাবে এই সংসদ সদস্য বলেন, নৌকার প্রার্থী হারবে না, যদি বলে কোনো কথা নেই। এসময় শামীম ওসমান আরও বলেন, নারায়ণগঞ্জে নৌকার জয়ে সকল অবদানই থাকবে জনগনের। আমার কোনো অবদান নেই। আমি শুধু একটা ভোট দিয়েছি।

শামীম ওসমান যখন ভোট দিতে আসেন তখন কেন্দ্র প্রায় ফাঁকাই ছিল। ভোটাররা আগেই ভোট দিয়ে চলে গেছে। একরকম ফাঁকা কেন্দ্রে সময় শেষ হবার আধাঘণ্টা আগে ভোট দিলেন তিনি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ রোববার সকাল ৮টায় শুরু হয়েছে। এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এ সিটিতে ভোট কেন্দ্র রয়েছে ১৯২টি, ভোটকক্ষ ১ হাজার ৩৩৩টি, ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ ও মহিলা ২ লাখ ৫৭ হাজার ৫১১।