Home > আন্তর্জাতিক > ৬০ শতাংশ মানুষ ভ্যাকসিন নেওয়ার পরেও ইসরায়েলে রেকর্ড সংক্রমণ

৬০ শতাংশ মানুষ ভ্যাকসিন নেওয়ার পরেও ইসরায়েলে রেকর্ড সংক্রমণ

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সবচেয়ে দ্রুত টিকা দান কর্মসূচী কার্যক্রম পরিচালনা করছে ইসরায়েল। এখন পর্যন্ত সেখানে ৬০ শতাংশের বেশি মানুষকে টিকার দুই ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যেই পশ্চিম তীরের এলাকাটিকে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে এখন পর্যন্ত ৬০ শতাংশের অধিক মানুষকে ভ্যাকসিনের ২ ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে ৮০ শতাংশই প্রাপ্তবয়স্ক। এত সংখ্যক মানুষকে টিকা দিয়েও করোনার ছড়িয়ে পড়া থামাতে পারছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) সেখানে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছে।

ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ১৮ জানুয়ারি সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১১৮ জন রেকর্ড করা হয়েছিলো। ইসরায়েলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন ১০ লাখ ৬৬ হাজার ৩৫২ জন। অবশ্য গুরুতর রোগীর সংখ্যা ৭৩১ থেকে কমে ৭১৯ এ এসে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ৫৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৪৩ এ পৌঁছেছে।
ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ৫০ লাখ ৯৭ হাজার বাসিন্দাকে করোনার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ৫০ লাখ ৪৮ হাজার দুই ডোজ এবং ২০ লাখ ১৬ হাজার বাসিন্দা বুস্টার হিসেবে তৃতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।