Home > আন্তর্জাতিক > উৎক্ষেপণের পরই ভেঙে পড়ল ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র

উৎক্ষেপণের পরই ভেঙে পড়ল ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র

পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভেঙে পড়েছে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। সোমবার ওড়িশার বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়ে সেটি।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এটি ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের যেকোনো লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার ক্ষমতাসম্পন্ন হলেও এদিন তা উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়ে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, সোমবার বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়েছে ব্রহ্মস। কেন এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি।

কারণ অনুসন্ধানের জন্য ব্রহ্মস অ্যারোস্পেস করপোরেশন এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বিজ্ঞানীদের নিয়ে একটি বিশেষজ্ঞদল গঠন করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটির ইঞ্জিন বা প্রপালসন সিস্টেমে যান্ত্রিক ত্রুটির জন্যই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে সেটাই সঠিক কারণ কি না সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।