Home > অন্যান্য > বাইডেনের মুখে মহানবী (স.) এর হাদিস, ফেসবুকে ভিডিও ভাইরাল
Democratic presidential candidate former Vice President Joe Biden speaks Wednesday, Nov. 4, 2020, in Wilmington, Del. (AP Photo/Carolyn Kaster)

বাইডেনের মুখে মহানবী (স.) এর হাদিস, ফেসবুকে ভিডিও ভাইরাল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। ইতোমধ্যে তার সংগ্রহ ২৬৪ টি ইলেকটোরাল ভোট। আর ৬ টি ইলেকটোরাল ভোট পেলেই তিনি যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন।

এমন সময়ে তার নিজ মুখে মহানবী (স.) এর বলা একটি হাদীস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

যেখানে তাকে যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে- ‘‘হযরত মোহাম্মদ (স.) এর একটি হাদীসে নির্দেশ করা হয়েছে, তোমাদের কেউ কোনো অন্যায় সংঘটিত হতে দেখলে সে যেন তা নিজ হাতে প্রতিরোধ করে। তা সম্ভব না হলে যেন মুখে প্রতিবাদ করে। যদি তাও সম্ভব না হয় তবে যেন মন থেকে ঘৃণা করে।’’

এরপর বাইডেন বলেন, ‘‘আপনারা অনেকেই এই দীক্ষা নিয়ে জীবনধারন করেন, এই বিশ্বাস আর নীতি নিয়ে যা যুক্তরাষ্ট্রের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।’’

এমন একটি প্রশাসন এবং এমন একজন প্রেসিডেন্ট আপনাদের প্রাপ্য যারা এসব উদ্যোগে আপনাদের সাথে কাজ করবে এবং আপনাদের সমর্থন করবে। আমার প্রেসিডেন্ট নির্বাচিত হবার সৌভাগ্য হলে সবাই একসাথে মিলে ভুলকে ঠিক করতে, পৃথিবীকে আরো সুন্দর করতে; আমাদের হাত, আমাদের হৃদয় এবং আমাদের আশা দিয়ে কাজ করবো।’’

সবার শেষে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।’’