Home > অন্যান্য > ফের ‘মহানবীর কার্টুন’ প্রকাশের ঘোষণা দিল ফরাসি পত্রিকা

ফের ‘মহানবীর কার্টুন’ প্রকাশের ঘোষণা দিল ফরাসি পত্রিকা

মহানবী মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশে ২০১৫ সালে হামলার পর আবারও কার্টুনগুলো প্রকাশ করার ঘোষণা দিয়েছে ফ্রান্সের সাপ্তাহিক রম্য পত্রিকা চার্লি এবদো।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পত্রিকাটি নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেয়, মঙ্গলবার সন্ধ্যা থেকে কার্টুন সংবলিত পত্রিকাটি সংবাদপত্রের দোকানে পাওয়া যাবে।

২০১৫ সালের ৭ জানুয়ারিতে কার্টুন প্রকাশের কারণে পত্রিকার অফিস লক্ষ্য করে হামলা হয় এবং এতে ১২ জন নিহত হয়।

এদিকে আগামীকাল বুধবার থেকে ওই হামলায় অভিযুক্ত কট্টরপন্থী ১৪ ফরাসি নাগরিকের বিচারকার্য শুরু হবে।

পত্রিকার প্রথম পাতায় আজ শিরোনাম করা হয় (পত্রিকায় হামলার কথা ইঙ্গিত করে) ‘এসব ঘটেছে (কার্টুনের দিকে ইঙ্গিত করে) এটার কারণে।’

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রকাশিত চার্লি এবদো পত্রিকার সম্পাদকীয়তে সম্পাদক লোরেন্ট সোরিস লেখেন, ‘আমরা কখনো আত্মসমর্পণ করব না।’

সম্পাদক আরো লেখেন, ২০১৫ সালের জানুয়ারির পর থেকে মুহাম্মদের কার্টুন আঁকার প্রস্তাব এসেছে। কিন্তু আমরা সর্বদা তা প্রত্যাখ্যান করেছি। নিষিদ্ধের কারণে আমরা তা প্রত্যাখ্যান করিনি। আইন আমাদেরকে এ কাজের অনুমোদন দেয়।’

তিনি লেখেন, ‘আমরা ফের কার্টুন প্রকাশ করব। আমাদের দৃষ্টিকোণে জানুয়ারির হামলায় অভিযুক্তদের বিচার শুরু হওয়ার সঙ্গে এখন তা শুরু করাও জরুরি।’

উল্লেখ্য, ২০০৬ সালে চার্লি হেবদো পত্রিকায় মহানবী মুহাম্মদ (সা.)-এর ১২টি কার্টুন প্রকাশিত হয়। কার্টুনগুলোতে পাগড়ির বদলে তাঁকে বোমা বহন করতে দেখা যায়। অথবা দুজন স্ত্রীর মধ্যে তাঁকে সশস্ত্র অবস্থায় দেখা যায়।