Home > জাতীয় > উদ্ধার হওয়া নবজাতকের দায়িত্ব নিলেন পুলিশ

উদ্ধার হওয়া নবজাতকের দায়িত্ব নিলেন পুলিশ

ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেতুলতলা বাজার এলাকার মায়াধরপুর গ্রামের নুরগীতলা নামক স্থানে এক নবজাতককে (ছেলে) উদ্ধার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ।

শুক্রবার সকালের দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ওই স্থানে একটি নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখে এলাকাবাসি থানা পুলিশকে জানায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, বাচ্চাটির সুচিকিৎসার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাচ্চাটি এখন চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি আছে। আগ্রহী নিঃসন্তার দম্পতিরা বাচ্চাটিকে নেয়ার জন্য হাসপাতালে ভিড় করছে।

ওসি বলেন, বাচ্চাটির নিরাপত্তার জন্য থানার নারী পুলিশ সদস্য নিয়োজিত করা হয়েছে। প্রধান কাজ হচ্ছে বাচ্চাটিকে আগে সুস্থ করে তোলা। তারপর উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে বাচ্চাটির বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।