Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > করোনা প্রতিরোধে কার্যকরী দুই উপায়

করোনা প্রতিরোধে কার্যকরী দুই উপায়

স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দুটি করণীয়ের ওপর জোর দিচ্ছেন। এর মধ্যে একটি হলো নিয়মিত অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া এবং অপরটি সামাজিক মেলামেশা কমিয়ে দেয়া।

বিশেষজ্ঞদের মতে, যেহেতু এখন পর্যন্ত করোনার স্বীকৃত কার্যকরী প্রতিষেধক কিংবা ভ্যাকসিন নেই, সেক্ষেত্রে সচেতনতাই হতে পারে প্রথম প্রতিরোধ।

তাদের মতে, যতটা সম্ভব বাড়ি থেকে না বের হওয়াই উত্তম। আর যদি বের হতেই হয় তাহলে অন্য মানুষদের চাইতে অন্তত দুই মিটার বা ৬ ফিট দূরে থাকা।

বিজ্ঞানীরা বলছেন, করোনাভাইরাস সংক্রমণের দুটি প্রধান লক্ষণ হলো- জ্বর এবং ঘন ঘন শুকনো কাশি। হাঁচি-কাশির সঙ্গে একজন মানুষের মুখ দিয়ে সবেগে বেরিয়ে আসে অগণিত পানির বিন্দু মিশ্রিত বাতাস, যে বাতাসটা আসছে ফুসফুস থেকে। আর করোনাভাইরাস শরীরের এই ফুসফুস এবং শ্বাসতন্ত্রেই বাসা বেধে থাকে।