Home > অন্যান্য > মিয়ানমার থেকে নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে হাতি

মিয়ানমার থেকে নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে হাতি

মিয়ানমার থেকে এবার বাংলাদেশে অনুপ্রবেশ করেছে একটি মা হাতি। গতকাল সোমবার বিকেলের দিকে নাফ নদী দিয়ে সাঁতার কেটে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নামক এলাকায় হাতিটি প্রবেশ করে। পরে জেলার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জের নেতৃত্বে হাতিটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আশিক আহমেদ বলেন, ‘মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে সাঁতার কেটে একটি মা হাতি বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের দমদমিয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও নৌ-বন্দর এলাকা থেকে হাতিটি উদ্ধার করা হয়েছে।’

এ ছাড়া সীমান্তে আরও তিনটি হাতির অবস্থান লক্ষ করা গেছে। হাতিগুলো নাফ নদীর জইল্যার দ্বীপ এলাকায় অবস্থান করছে বলেও জানান তিনি।