Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > ব্যানার টাঙিয়ে রাস্তায় করোনার ওষুধ বিক্রি!

ব্যানার টাঙিয়ে রাস্তায় করোনার ওষুধ বিক্রি!

করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট কোভিড-১৯ রোগের ওষুধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। গ্রেফতার ব্যক্তি হোমিওপ্যাথি ওষুধ বিক্রেতা বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার কর্নেলহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি মাহমুদুল হাসান মামুন।

গ্রেফতার বিশ্বজিৎ আচার্য (৪৩) নগরীর উত্তর কাট্টলী এলাকার মৃত ভাস্কর আচার্যের ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৭-এর হাটহাজারী ক্যাম্পের কম্পানি কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান জানান, কর্নেলহাট এলাকায় দোকানের সামনে ব্যানার টাঙিয়ে করোনার প্রতিষেধক দাবি করে অনুমোদনহীন ভুয়া ওষুধ বিক্রি করছিলেন তিনি। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর বিশ্বজিৎ আচার্য দাবি করেছেন, তাঁর বাবা হোমিও চিকিৎসক ছিলেন। বাবা মারা যাওয়ার পর তিনি দোকানটি পরিচালনা করেন। চিকিৎসক হিসেবে তিনি কোনো নিবন্ধনপত্র দেখাতে পারেননি। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।