মালয়েশিয়ার পেনাংয়ে ছিনতাইয়ের হাত থেকে রক্ষা পেতে দৌড়ে গভীর খাদে পড়ে বাংলাদেশি নিহত হয়েছে। রবিবার দেশটির পেনাং প্রদেশের সেবারাংপেরায় এলাকার বুকিত তেনগাহের মালয়ান রেলওয়ে (কেটিএম), ডিপোর কাছাকাছি ছিনতাইকারীর হাত থেকে পালানোর সময় তিন মিটার গভীর খাদে পড়ে বাংলাদেশি মোহাম্মদ বাপ্পী (৩৯) নিহত হয়। নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।
সেবেরাং পেরাই টেংগা জেলা পুলিশ প্রধান, সহকারী কমিশনার শফি আবদ সামাদ বলেন, তিন মিটার খাদে পড়ে আছে এক ব্যক্তির লাশ এমন একটি সংবাদ জনসাধারণ রবিবার দুপুর বারোটায় পুলিশকে জানায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।
তিনি বলেছিলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহত ৩৯ বছর বয়সী মোহাম্মদ বাপ্পি তার ৩২ বছর বয়সী বন্ধুকে নিয়ে গ্রামে তার পরিবারের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য একটি ব্যাংকে যাচ্ছিলেন।
দুই বাংলাদেশী ঘটনাস্থলে পৌঁছলে দুজনই অচেনা মোটরসাইকেল আরোহী গতিরোধ করে আঘাত করলে অজ্ঞান অবস্থায় পালাতে যেয়ে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশি তিন মিটার গভীর খাদে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে মারা যায় বলে পুলিশ জানায়।
নিহত বাংলাদেশি দুই বছর আগে এসেছে এবং একটি কারখানায় কাজ করতো।
তিনি জানান, ঘটনাস্থলে কোনও ক্লোজ সার্কিট টিভি (সিসিটিভি) ক্যামেরা ছিল না এবং সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
নিহত বাংলাদেশির হঠাৎ মৃত্যু হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং দণ্ডবিধির ৩৯৯ ধারা অনুযায়ী ডাকাতির ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানায়।