Home > অন্যান্য > করোনা হাসপাতালেই বিয়ের আয়োজন চিকিৎসক জুটির

করোনা হাসপাতালেই বিয়ের আয়োজন চিকিৎসক জুটির

প্রাণঘাতী করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে বিশ্বজুড়ে। সম্মুখ যোদ্ধা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। বিশেষ করে করোনা হাসপাতালের চিকিৎসকরা তো দম ফেলারও ফুরসত্‍ ‌পাচ্ছেন না।

ভারতের মহারাষ্ট্রের দুই জুনিয়র চিকিৎসকও এর বাইরে নন। তারাও করোনা আক্রান্তদের জীবন বাঁচাতে ব্যস্ত সময় পার করছেন। ফলে অঙ্গরাজ্যটির রাজধানী শহর মুম্বাইয়ের সিওন হাসপাতালে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে পিছিয়ে যায় তাদের বিয়েও। অবশেষে সেই হাসপাতালেই সারলেন নিজেদের বিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের সিওন হাসপাতালের দুই চিকিৎসক ডা. রিম্পি নাহারিয়া (২৯) ও ডা. সারজেরাও সোনুনে (৩০)। করোনা চিকিৎসা দিতে গিয়ে বারবার পিছিয়ে যাচ্ছিল এ দুই অ্যানাসথেসিওলজিস্টের বিয়ে। অবশেষে তারা ঠিক করলেন, আর দেরি নয়-বিয়েটা করেই ফেলবেন। এ বিয়ের সব আয়োজন তাদের কর্মস্থল হাসপাতালেই হওয়া বিষয়টি ঠিক করেন তারা।

এ দুই চিকিৎসকের বিয়ে উপলক্ষে গত ৩০ জুন হাসপাতালের হোস্টেলের অষ্টম তলাফুল দিয়ে সাজানো হয়। অর্ডার দেওয়া বিশেষ খাবারের।

হরিয়ানা রাজ্যের কনে রিম্পি বলেন, ‘আমরা কখনো বিরাট ধূমধাম করে বিয়ে করতে চাইনি। কিন্তু বিয়েতে বিশেষ একটা কিছু করতে চেয়েছিলাম। এভাবেই আমাদের বন্ধুরা আমাদের বিয়েটাকে স্পেশাল করে তুলল।’

বর সারজেরাও বলেন, ‘যে মহামারিতে সারা পৃথিবী আক্রান্ত, তা যে কবে শেষ হবে, কবে এর থেকে নিস্তার পাওয়া যাবে, তার কিছুই এখনো বুঝে ওঠা যাচ্ছে না। সে কারণেই বিয়েটা সেরে ফেলার সিদ্ধান্ত।’