Home > জাতীয় > সারাদেশ > ডিআইজি নয়, আমি আইজিপিকেও পরোয়া করি না’

ডিআইজি নয়, আমি আইজিপিকেও পরোয়া করি না’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মিলন (৩২) নামে সিএনজি অটোরিকশাচালককে ডেকে নিয়ে থানায় আটক করে মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসআই রুপন নাথের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন ওই সিএনজিচালক।

এ বিষয়ে জানতে চাইলে এসআই রুপন বলেন, ‘আমি এসআই রুপন নাথ বলছি, ডিআইজি নয়, আমি আইজিপিকেও পরোয়া করি না।

পারলে আপনাদের মন্ত্রীকে (ওবায়দুল কাদের) দিয়ে আমাকে বদলি করিয়ে দেন।’

এসআই রুপনের দাবিকৃত ৫০ হাজার টাকার মধ্যে ৫ হাজার টাকার জন্য সিএনজি অটোরিকশাটি এখনও আটকে রাখা হয়েছে থানায়।

শুক্রবার রাতের এ ঘটনায় ভুক্তভোগী সিএনজিচালক মিলন রোববার সকালে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন।

বিষয়টি আমলে নিয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেলকে) তদন্তের জন্য ঘটনাস্থলে রোববার বিকালে পাঠানো হয়েছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী সিএনজিচালক মিলন অভিযোগে জানান, তাকে আটক করার পর তার বাবা চরকাঁকড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডে বেছু মাঝির বাড়ির গ্রাম পুলিশ ছায়েদল হক সংবাদ পেয়ে মিলনের ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশার মালিক পিন্টু ভৌমিককে নিয়ে শুক্রবার রাতেই থানায় আসেন।