করোনা ভাইরাসের তাণ্ডবের মধ্যেই ভারতে আবারো ধেয়ে এসেছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল। এতে ফসল নষ্টের আশঙ্কায় কাঁপছে কৃষকেরা। দেশটির গুরুগ্রামের আকাশে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল দেখা গেছে। এখন ওই অঞ্চলের ফসলি জমিতে হানা দিলেই সর্বনাশে পড়বেন কৃষকেরা। এ ফসলখেকো পতঙ্গ দল দিল্লি-গুরুগ্রাম সীমান্ত দিয়ে গুরুগ্রামে প্রবেশ করেছে। এখনো রাজধানীর দিকে ধাওয়া করেনি। তবে যেকোনো সময় গুরুগ্রাম থেকে দিল্লির দিকে পঙ্গপাল হানা দিতে পারে।
পঙ্গপালের হামলা থেকে বাঁচতে কয়েকটি পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। গুরুগ্রামের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে বাসনপত্র, ঢাক-ঢোল দিয়ে অনবরত শব্দ করতে পরামর্শ দেয়া হয়েছে। স্থানীয়দের ধারণা, নানা রকমের আওয়াজ করলে পঙ্গপাল ছত্রভঙ হতে পারে। গুরুগ্রামের এমজি রোডের বেভারলি পার্ক ২-এর বাসিন্দা রিতা শর্মা বলেন, সকাল ১১ টা থেকে পঙ্গপাল ঝাঁকে ঝাঁকে এগিয়ে আসে। তাৎক্ষণিক জানালা ও দরজা বন্ধ করে দেই। তখন প্রশাসনের পক্ষ থেকে হুটার বাজিয়ে সবাইকে ভয়ঙ্কর পতঙ্গের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়। গুরুগ্রাম প্রশাসন বলেছে, কৃষকদের কীটনাশক স্প্রে করার পাম্পগুলোকে প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রয়োজনে সেগুলো ব্যবহার করা লাগতে পারে।