Home > বিশেষ সংবাদ > আমি মুজিব কোট পরতে যাবো কেন, প্রশ্ন এমপি হারুনের

আমি মুজিব কোট পরতে যাবো কেন, প্রশ্ন এমপি হারুনের

মুজিব কোট’ পরে জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেওয়ার খবর গণমাধ্যমে প্রকাশের পর বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) হারুনুর রশিদ দাবি করেছেন, ওটা মুজিব কোট নয়, তিনি পাঞ্জাবির ওপর কটি পরে সংসদে গিয়েছিলেন।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের চলমান অধিবেশনে ওই পোশাক পরে যোগ দেন এমপি হারুনুর রশিদ। সেই পোশাক নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর বিকেলে গণমাধ্যমের সাথে আলাপ কালে এ কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘বাজারে হাজার হাজার কটি আছে, লাল, নীল, সবুজ, হলুদ। যে যেরকম পছন্দ হয় পরে। মুজিব কোট আমরা সাধারণত জানি ব্ল্যাক (কালো)। আর মুজিব কোটের বাটন (বোতাম) থাকে ছয়টা সম্ভবত। আমি মুজিব কোট পরতে যাবো কেন?’

ব্লু রঙের কটি পরে সংসদে গিয়েছিলেন দাবি করে এমপি বলেন, ‘কালারটা ব্লু। সাদা পাঞ্জাবির ওপর পরার জন্য এটা আমার কেনা। এটা একটা পাঞ্জাবি সেট। আমার বাড়িতে তো আরও বিভিন্ন রকমের কটি আছে। অনেকেই তো কটি পরে। ম্যাচ করে কটি পরা তো এখন ফ্যাশনে পরিণতি হয়েছে।’

এমপি হারুনুর রশিদ বলেন, ‘দেখলাম এটা নিয়ে অনেকেই আলোচনা করছে। এটা কি আলোচনার কোনো বিষয়বস্তু? করোনার সময় আমি পার্লামেন্টে কী বললাম, সেগুলো আলোচনা বাদ দিয়ে আমি কী পরে গেলাম, সেটা কোনো বিষয় হলো।’

সাতদিন বিরতির পর আজ বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়। এর আগে ১৫ জুন সম্পূরক বিল পাস হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৩ জুন পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেন।