Home > আবহাওয়া > ঈদের দিন যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

ঈদের দিন যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

আগামীকাল (সোমবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উদযাপিত হবে। উৎসবের এ দিনেও তিন বিভাগ ও তিন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

রোববার (২৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তাতে বলা হয়েছে, টাঙ্গাইল, ঢাকা ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এই ২৪ ঘণ্টা পরবর্তী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরবর্তী ৫ দিনের শেষ দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।