Home > রাজনীতি > ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের আজ থেকেই সহায়তা দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের আজ থেকেই সহায়তা দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের আজ থেকেই ঘর নির্মাণ, অর্থ ও ত্রাণ সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও পরিচালকরা জেলা প্রশাসকদের সাথে মিলে কাজও শুরু করেছেন।

লোকডাউন পরিস্থিতে সরকারি ছুটির দিনেও সবসময় খোলা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। অনলাইন এবং অফলাইনে নিয়মিত ফাইল দেখেছেন প্রধানমন্ত্রী এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন। এছাড়াও মন্ত্রিসভা,একনেক, বাজেট, ৬৪ জেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত সভা, সর্বশেষ গতকাল জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছেন প্রধানমন্ত্রী।

কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিমুহূর্তে তথ্য নিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদের ছুটির সময়ও সক্রিয় থাকবেন তার কার্যালয়ের কর্মকর্তারা।

এছাড়া করোনা ও আম্পানে ক্ষয়ক্ষতির বিষয়ে একই সাথে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য জেলা ও উপজেলা কর্মকর্তাদের নির্দেশনাও দেয়া হয়েছে।