Home > বিশেষ সংবাদ > আল্লাহর কাছে দোয়া করি, যাতে জানমালের ক্ষয়ক্ষতি না হয় : প্রধানমন্ত্রী

আল্লাহর কাছে দোয়া করি, যাতে জানমালের ক্ষয়ক্ষতি না হয় : প্রধানমন্ত্রী

সুপার সাইক্লোনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আম্পান। বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে আম্পান। এখন পর্যন্ত ২০ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় আম্ফান- এটা প্রাকৃতিক দুর্যোগ। এখানে কারো হাত নেই। এটা আমরা ঠে’কাতে পারব না। কিন্তু মানুষের জানমাল রক্ষার ব্যবস্থাটা আমরা নিতে পারি। সেটা আমরা নিয়ে যাচ্ছি।’ বুধবার (২০ মে) গণভবনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের দুর্যোগ কা’টিয়ে ওঠার জন্য আমরা যখন ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি, তখন এই দুর্যোগ (আম্ফান)। এটা প্রাকৃতিক দুর্যোগ। এখানে কারো হাত নেই। এটা আমরা ঠে’কাতে পারব না। কিন্তু মানুষের জানমাল রক্ষা করার সে ব্যবস্থাটা আমরা নিতে পারি। সেটা আমরা নিয়ে যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘প্রস্তুতি আমাদের আছে, বাকিটা আল্লাহ ভরসা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যাতে এতে আমাদের জানমালের ক্ষয়ক্ষতি না হয়। ঝড়ের শক্তিটা যাতে একটু কমে যায়, বাংলাদেশে আসতে আসতে।’