Home > আন্তর্জাতিক > করোনা: আগস্ট পর্যন্ত কর্মজীবীদের বেতনের ভার নিল কানাডা সরকার

করোনা: আগস্ট পর্যন্ত কর্মজীবীদের বেতনের ভার নিল কানাডা সরকার

করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের সহায়তায় জরুরি বেতন ভর্তুকি প্রকল্পের সময়সীমা আগামী আগস্ট মাস পর্যন্ত বাড়িয়েছে কানাডা সরকার। শুক্রবার কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দিয়েছেন।

বেতন ভর্তুকি প্রকল্পের আওতায় যোগ্য প্রতিষ্ঠানগুলোর কর্মীদের ৭৫ শতাংশ মজুরির দায়িত্ব নিয়েছে দেশটির সরকার।

প্রতিজনকে সপ্তাহে সর্বোচ্চ ৮৪৭ ডলার সহায়তার এ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল আগামী মাসে। তবে সংকট পুরোপুরি না কাটায় আগস্ট পর্যন্ত এ ভার বহনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ট্রুডো।

যেসব প্রতিষ্ঠানের আয় মার্চে ১৫ শতাংশ এবং এপ্রিল-মে মাসে অন্তত ৩০ শতাংশ কমে গেছে তারাই এ প্রকল্পের আওতায় সহায়তার যোগ্য বলে বিবেচিত হবে।

তবে প্রয়োজনে এ নীতিতে পরিবর্তন আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ব্যবসা আবার শুরু হলে প্রবৃদ্ধির পথে এগুলো কোনও বাধা হবে না।’

এদিকে, পৃথক এক সংবাদ সম্মেলনে কানাডার অর্থমন্ত্রী বিল মর্নো জানিয়েছেন, এখন থেকে নিবন্ধিত সংবাদ সংস্থা, অ্যাথলেটিক সমিতি, সরকারি মালিকানাধীন আদিবাসী সংস্থা, আর্টস, ড্রাইভিং, ভাষা, ফ্লাইট স্কুলসহ বেসরকারি স্কুল-কলেজগুলোও বেতন-ভর্তুকি সহায়তার জন্য আবেদন করতে পারবে।

সূত্র: সিবিসি