Home > জাতীয় > সারাদেশ > করোনায় মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী এখন তুরস্কে

করোনায় মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী এখন তুরস্কে

খালি চোখে দেখা যায়না, এমন অদৃশ্য এক ভাইরাসের সামনে কতটা অসহায় আজকের আধুনিক বিজ্ঞানী। কতটা অসহায় মানুষের শক্তি। কতটা দুর্বল মানুষের অত্যাধুনিক প্রযুক্তি। সবকিছু ছাপিয়ে এখন শিরোনাম করোনাভাইরাস। মুসলিম দেশগুলোর মধ্যে কোভিড-১৯ সবচেয়ে বেশি রোগী এখন তুরস্কে। এ তালিকায় পূর্বে ছিলো ইরান। দেশটিতে করোনায় ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৭৮৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট রোগীর সংখ্যা এখন ৮২ হাজার ৩২৯ জন যা মুসলিম দেশগুলোর মধ্যে সর্বাধিক।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা জানিয়েছেন, শনিবার করোনাভাইরাসে দেশটিতে নতুন করে ১২১ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৮৯০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২২ জন রোগী সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৫৩ জন।

 

বিশ্বব্যাপী করোনার সবশেষ পরিসংখ্যান অনুযায়ী করোনা আক্রান্ত শীর্ষ ১০ দেশের তালিকায় এখন অষ্টম স্থানে রয়েছে তুরস্ক। তুরস্কের পরই আছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৬৮ জন। করোনার সংক্রমণ এড়াতে দেশটির প্রেসিডেন্ট এরদোগান দেশের ৩১ টি প্রদেশের যাতায়াতের নিষেধাজ্ঞা আরো ১৫ দিন বাড়িয়েছেন। দেশটি এরই মধ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মসজিদ বন্ধ করে দিয়েছে। ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিমান চলাচলও বন্ধ রয়েছে।

গত ১০ মার্চ প্রথম একজন করোনা রোগী শনাক্ত হন তুরস্কে।