Home > আন্তর্জাতিক > সুখবর- পরীক্ষামূলক ওষুধে দ্রুত সুস্থ হচ্ছেন করোনা রোগী

সুখবর- পরীক্ষামূলক ওষুধে দ্রুত সুস্থ হচ্ছেন করোনা রোগী

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত যে সব রোগী ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য রেমডেসিভির নামক একটি ওষুধ দেওয়া হয়েছিল, তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে। এদের অনেকেই গতকাল বৃহস্পতিবার ঘরে ফিরেছেন বলেও জানিয়েছে দ্য স্টেট নিউজ।

এদিকে পরীক্ষামূলক ওষুধ প্রয়োগের নেতৃত্বদানকারী এক চিকিৎসকের বরাত দিয়ে দ্য স্টেট নিউজ জানিয়েছে, করোনায় আক্রান্তদের মধ্যে খুব জোরালো শ্বাসপ্রশ্বাস সমস্যা ও জ্বর নিয়ে যে সব রোগী ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছে তারা এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। তারা এক সপ্তাহের কম সময় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

এক ভিডিওর মাধ্যমে এসব তথ্য জানিয়েছে দ্য স্টেট নিউজ। ওই ভিডিওর মাধ্যমে জানানো হয়, ড. ক্যাথলিন মুল্ল্যানি নামের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক সংক্রামক রোগ বিশেষজ্ঞ ওই ক্লিনিক্যাল ট্রায়ালে নেতৃত্ব দিচ্ছেন।

এ ব্যাপারে ড. ক্যাথলিন মুল্ল্যানি বলেছেন, সবচেয়ে ভালো খবর আমাদের বেশির ভাগ রোগী সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। যেটা মহত। তবে আমরা কেবল দুইজন রোগীকে হারিয়েছি।

গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, রেমডেসিভির ওষুধটি কোভিড -১৯ ভাইরাস চিকিৎসায় বেশ সম্ভাবনা জাগিয়েছে।

এদিকে স্টেট নিউজ জানিয়েছে, ড. ক্যাথলিন তার পরীক্ষা নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করার জন্য গত সপ্তাহে একটি ভিডিও নিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন, আমাদের বেশিরভাগ রোগী গুরুতর এবং তাদের বেশিরভাগ ছয় দিনের মধ্যে চলে যাচ্ছেন।

গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, রেমডেসিভির ওষুধটি কোভিড -১৯ ভাইরাস চিকিৎসায় বেশ সম্ভাবনা জাগিয়েছে।

এদিকে স্টেট নিউজ জানিয়েছে, ড. ক্যাথলিন তার পরীক্ষা নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করার জন্য গত সপ্তাহে একটি ভিডিও নিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন, আমাদের বেশিরভাগ রোগী গুরুতর এবং তাদের বেশিরভাগ ছয় দিনের মধ্যে চলে যাচ্ছেন।