Home > রাজনীতি > আমরা ইউরোপ আমেরিকার চেয়ে ভালো অবস্থানে রয়েছি : ওবায়দুল কাদের

আমরা ইউরোপ আমেরিকার চেয়ে ভালো অবস্থানে রয়েছি : ওবায়দুল কাদের

বাড়ি  জাতীয়

জাতীয়
আমরা ইউরোপ আমেরিকার চেয়ে ভালো অবস্থানে রয়েছি : ওবায়দুল কাদের
April 17, 2020

করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বিশ্বের ২১০টির বেশি দেশে ছড়িয়েছে এই প্রাণঘাতী ভাইরাস। বাংলাদেশো ছড়িয়ে পড়েছে করোনা। ইউরোপের বেশি কয়েকটি দেশ করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। করোনা সংক্রমণে ইউরোপ আমেরিকার তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে বলেই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে তার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘করোনা সংক্রমণে ইউরোপ আমেরিকার তুলনায় আমরা এখনো ভালো অবস্থানে রয়েছি। করোনা সংক্রমণে বিশ্বের ২১০টি দেশ আজ আক্রান্ত। এরমধ্যে বাংলাদেশের অবস্থা ৭৪তম। ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করতে পারলে এ সংকটের কালো মেঘ অচিরেই কেটে যাবে।’

তিনি আরো বলেন, ‘আজকের এ দুর্যোগে জাতি হিসাবে আমাদের বিভক্তি কোনো অবস্থাতেই কাম্য নয়। এ সময়ে বিভাজনের অনিবার্য পরিণতি হবে ভাইরাসের ভয়ংঙ্কর রূপ দেখা। আমরা জেনে শুনে যেন এমন মারাত্মক ভুলের ফাঁদে পা না দেই।’

সেতুমন্ত্রী বলেন, ‘এ লড়াই আমাদের সকলের বাঁচার লড়াই। এ লড়াইয়ে নিজে বাঁচতে হবে এবং অপরকেও বাঁচাতে হবে। পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে আমাদের নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে।’