Home > আন্তর্জাতিক > লকডাউনের মধ্যে অসুস্থ বাবাকে কাঁধে নিয়ে হেঁটেই বাড়ি ফিরলেন ছেলে

লকডাউনের মধ্যে অসুস্থ বাবাকে কাঁধে নিয়ে হেঁটেই বাড়ি ফিরলেন ছেলে

করোনার কারণে দেশজুড়ে চলছে লকডাউন। বেশিরভাগ মানুষই ঘরবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। রাস্তায় যান চলাচলও বন্ধ। এ পরিস্থিতিতে অসুস্থ বাবাকে কাঁধে নিয়ে হেঁটেই বাড়ি ফিরলেন মধ্যবয়সী এক ব্যক্তি। ঘটনাটি ভারতের কেরালার।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, কুলাঠপুজ্জার ওই ব্যক্তি তার অসুস্থ বাবাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছিলেন। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ ৬৫ বছরের ওই বৃদ্ধকে ছেড়ে দেয়। এরপর বাবাকে নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি । কিন্তু লকডাউনের কারণে পথে সেটি থামিয়ে দেয় পুলিশ। পরে উপায় না পেয়ে অসুস্থ বাবাকে কোলে নিয়ে প্রায় এক কিলোমিটার হেঁটে বাড়ি ফেরেন ওই ব্যক্তি। বাবাকে কোলে নিয়ে হাঁটতে কষ্ট হলেও থামেননি তিনি। ছেলের পেছনে প্রেসক্রিপশন আর ব্যাগ হাতে হাঁটেন তার বৃদ্ধা মা।

 

বাবাকে কোলে নিয়ে ছেলের হেঁটে যাওয়ার ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই’রাল হয়েছে। অসুস্থ বাবাকে নিয়ে বাড়ি ফেরার সময় হাসপাতালের উপযুক্ত তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও কেন ওই ব্যক্তির অটোরিকশা আট’কানো হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন।