Home > জাতীয় > সারাদেশ > ‘চাকরি হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের ৫-৭ লাখ টাকা লোন দিবে সরকার’

‘চাকরি হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের ৫-৭ লাখ টাকা লোন দিবে সরকার’

করোনা পরি’স্থিতিতে কর্মহী’ন হয়ে দেশে ফেরা প্রত্যেক নাগরিকের কর্মসংস্থান নি’শ্চিতে ৫-৭ লাখ টাকা করে লোন দেবে সরকার। বিশেষত: কৃষিতে তাদের উৎসাহিত করা হবে। তাছাড়া করোনায় মা’রা যাওয়া প্রত্যেক প্রবাসীর পরিবারকে ৩ লাখ টাকার অনুদান দেবে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ প্রবাসীদের ফেরানো সংক্রা’ন্ত আন্ত:মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

 

পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য জানান। বলেন, পরি’স্থিতির কারণে অনেকে ফিরছেন। সৌদি আরব থেকে রাতে ৩৬৬ বাংলাদেশি ফিরছেন জানিয়ে মন্ত্রী বলেন, রাত ৯টায় সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা পৌঁছাবেন। এর মধ্যে জেলে থাকা ২৩৪ জন এবং ১৩২ জন ওমরাহ যাত্রী রয়েছেন।

কুয়েত থেকে দুই ধাপে ৩৪৭ জন ফিরছেন যে কোনো সময়। মালদ্বীপ থেকে কিছু বাংলাদেশি স্বেচ্ছায় ফিরছেন। প্রত্যেককে বাড়ি যাওয়ার খরচ বাবত বিমানবন্দরেই ৫ হাজার টাকা দেয়া হবে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী।