Home > জাতীয় > সারাদেশ > করোনার মধ্যেই দেশে ভূমিকম্পের আঘাত

করোনার মধ্যেই দেশে ভূমিকম্পের আঘাত

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাতে হঠাৎ সিলেটে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে। তবে ভূমিকম্পটি বড় ধরনের ছিল না। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬।

সিলেট আবহওয়া অফিসের কর্মকর্তা ওমর তালকুদার এ তথ্য জানিয়ে বলেন, সিলেটের জাফলং থেকে উৎপত্তি হওয়া ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬। এটি ছোট আকারের ভূমিকম্প। এর স্থায়িত্ব ছিল মাত্র ১ সেকেন্ড। এতে কোথাও কেনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।