Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > গোপালগঞ্জে তিন পুলিশসহ করোনায় আক্রান্ত আরো ৬ জন

গোপালগঞ্জে তিন পুলিশসহ করোনায় আক্রান্ত আরো ৬ জন

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৪ জন। এতে করে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০৩ ও মারা গেছেন ৩৯ জন।

এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানার ৩ পু‌লিশসহ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ জন। এ নিয়ে জেলায় মোট ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ৯ জনের মধ্যে বেশির ভাগই নারায়ণগঞ্জ থেকে গোপালগঞ্জ এসেছেন। সোমবার বিকালে সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ জানান, আইইডিসিআরে নমুনা পাঠানো হলে সোমবার দুপুরে দিকে রিপোর্ট আসে। ৬ জনের দেহে করোনার অস্তিত্ব রয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার উরফি, চন্দ্রদিঘলিয়া এবং গোলাবাড়িয়া গ্রামের ৩ জনসহ মুকসুদপুর থানার তিন পুলিশ কনেষ্টবল করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি আরো জানান, সদরের তিনজনকে আইসোলেশনে নেয়ার প্রক্রিয়া চলছে। তিন কনেষ্টবলকে এরই মধ্যে মুকসুদপুর উপজেলা কমপ্লেক্সের অস্থায়ী আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।