Home > জাতীয় > সারাদেশ > চিকিৎসকদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে : প্রধানমন্ত্রী

চিকিৎসকদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় লড়ে যাচ্ছেন চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। তাদের বিশেষ সম্মাননা দিতে ১০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে। আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমনটিই জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সম্পদের সীমাবদ্ধতা এবং মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে একেবারে সামনের কাতারে থেকে করোনাভাইরাস-আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

আপনাদের পেশাটাই এ রকম চ্যালেঞ্জের। এই ক্রান্তিকালে মনোবল হারাবেন না। গোটা দেশবাসী আপনাদের পাশে রয়েছে।’

চিকিৎসকদের বিশেষ সম্মাননা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেশবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। যেসব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনাভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন এরইমধ‌্যে তাদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছি। তাদের বিশেষ সম্মানী দেওয়া হবে। এজন্য একশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।’