Home > আন্তর্জাতিক > করোনায় মহামারি আকার ধারণ করেছে রাশিয়া, একদিনে আক্রান্ত ২৫৫৮

করোনায় মহামারি আকার ধারণ করেছে রাশিয়া, একদিনে আক্রান্ত ২৫৫৮

বাড়ি  আন্তর্জাতিক

আন্তর্জাতিক
করোনায় মহামারি আকার ধারণ করেছে রাশিয়া, একদিনে আক্রান্ত ২৫৫৮
April 13, 2020

চীনের উহান থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে মহামারি আকার ধারণ করে চীন। চীনের পর স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের কারণে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

নতুন করে করোনায় মহামারি আকার ধারণ করেছে রাশিয়া। দেশটিতে রোববার নতুন করে আড়াই হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত শনিবার এই সংখ্যাটি ছিল ২ হাজার ১৮৬ জন। যা সর্বোচ্চ সংখ্যক ছিল।

কিন্তু রোববার সেই রেকর্ড ভেঙ্গে যায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় ২ হাজার ৫৫৮ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়েছে। করোনায় নতুন করে মারা গেছেন ১৮ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ১৪৮ জনে।

প্রাণঘাতী করোনাভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত ১৮ লাখ ৬১ হাজার ৬৭২ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১৪ হাজার ৯৮০ জন মারা গেছেন। অন্যদিকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৫৩৬ জন।