Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > করোনায় কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

করোনায় কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

প্রচ্ছদ / / বিস্তারিত

করোনায় কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪৪ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৫০ জনের। এর আগে গতকাল (শুক্রবার) ২৪ জনের মৃত্যু এবং ২ হাজার ৫৮৪ জন আক্রান্ত হয়েছিলেন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জনে। শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ লাখ ২৪ হাজার ২৯১ জনের। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ২৫৯ জন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ২১ লাখ ১২ হাজার ৩২৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৮ লাখ ৯২ হাজার ৫৬১ জনের।