Home > আন্তর্জাতিক > অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহেরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ছাড়া পেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার স্বাস্থ্যের ক্রমাগত উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে তাকে নিজ বাড়িতে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে বলে রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বরিসের কার্যালয় ডাউনিং স্ট্রিট সূত্র জানিয়েছে, কোভিড নাইনটিন নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি থাকার পর রোববার কিছুক্ষণ আগে তাকে ছেড়ে দেয়া হয়। লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে গত রোববার থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, মেডিকেল টিমের উপদেষ্টা পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীকে এই মুহূর্তে কোনো কাজে না ফেরতে। এছাড়া তিনিও অতি যত্ন ও সেবা পাওয়ায় সেন্ট টমাস হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে গত শুক্রবার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে বের করে আনা হয়।

প্রধানমন্ত্রীর মুখপাত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, আইসিইউ’তে জনসন তিন রাত কাটিয়েছেন এবং তাকে অক্সিজেন দেয়া হয়েছিলো। তবে ভেন্টিলেশনের মাধ্যমে তাকে চিকিৎসা দেয়ার প্রয়োজন হয়নি। গত শুক্রবার তার মুখপাত্র আরও জানান এখন তিনি অল্প হাঁটাচলা করতে পারছেন।