Home > জাতীয় > সারাদেশ > এবার মুন্সিগঞ্জে ভয়ানক করোনায় আক্রান্ত স্বাস্থ্য কর্মকর্তাসহ ১০

এবার মুন্সিগঞ্জে ভয়ানক করোনায় আক্রান্ত স্বাস্থ্য কর্মকর্তাসহ ১০

মুন্সীগঞ্জের পাঁচ উপজেলায় দুই নারীসহ ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তাও আছেন।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করছেন মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।

তিনি জানান, ৭ এপ্রিল এই ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার জন্য ৮ এপ্রিল ১৭ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। পরীক্ষায় ১৭ জনের মধ্যে ১০জনের করোনা পজিটিভ এসেছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হওয়ায় শুক্রবার দিবাগত রাতেই গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ ঘোষণা করা হয়।

সিভিল সার্জন আরও জানান, শুক্রবার গভীর রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে বিষয়টি জানিয়েছে। রাতেই পাঁচটি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। আক্রান্তদের আইসোলেশনের নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।

করোনা আক্রান্তের ঘটনায় টঙ্গীবাড়ী উপজেলায় ৪২টি বাড়ি লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার।