Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > জাপানে আবিষ্কার হয়েছে করোনার ওষুধ : ক্লিনিক্যাল ট্রায়ালে সফলতা

জাপানে আবিষ্কার হয়েছে করোনার ওষুধ : ক্লিনিক্যাল ট্রায়ালে সফলতা

করোনাভাইরাস মোকাবিলার জন্য সারা বিশ্ব যখন মাথা ঘামাচ্ছিল তখন মূল সুসংবাদটি আসলো জাপান থেকে। মরণব্যাধি ভাইরাসে দেড় মিলিয়ন আক্রান্ত ও ৯০ হাজার প্রাণ হারানোর পর আবিষ্কার হয়েছে করোনা মুক্তির ওষুধ। তবে এটি নতুন কোনো আবিষ্কার নয়, ওষুধটি জাপান ফ্লুর সময় আবিষ্কার হয়েছিল বলে জানা যায়।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়- সেই ওষুধ তৈরি করেছে জাপানের ফুজিফিল্ম হোল্ডিং করপোরেশন। আভিগান এবং ওরভেসকো নামের দুইটি মেডিসিন করোনা আক্রান্ত রোগীদের সারিয়ে তুলতে সক্ষম হয়েছে। যা এর আগে অনেক ভাইরাসের বিরুদ্ধে কাজ করেছিল।

যুক্তরাষ্ট্রের Massachusetts General Hospital, and the University of Massachusetts Medical School-এ এই মেডিসিনের প্রয়োগ করা হয়।

আবিস্কারকরা দাবি করেন যাদের বয়স কম তাদের জন্য আভিগান প্রয়োগে রোগী ৭ দিনে সুস্থ হয়ে যায় এবং পিসিআর ফলাফল নেগেটিভ আসছে। এটা জাপানের ১২০ জন রোগীর উপর প্রয়োগের ফলাফল।